আজ পুরুলিয়ার ঐতিহ্যবাহী করম পরব। সেই করম পরব উপলক্ষে সারা জেলার সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর নিজয বাড়িতে উদযাপন করা হলো করম পরব। অন্যান্য বছরের মতো পদুডি গ্রামে করম পরবে মাতালেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ।সেই চিত্র তুলে ধরা হলো এদিন বিকেল বেলা।