খড়গপুর ডিভিশনের বিভিন্ন ট্রেন গুলিতে শুক্রবার দুপুরে এক পলক অভিযান চলল রেলের পক্ষ থেকে। তাতেই ৫২ জন টিকিট হীন যাত্রীকে দেখতে পেলেন রেলওয়ে আধিকারিকরা। তাদের আটক করে জরিমানা আদায় হল ৪৬ হাজার ৬৮০ টাকা। এই অভিযান লাগাতার হবে বলেও আধিকারিকরা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় খড়্গপুরে।