গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক বৃদ্ধ। মৃতের নাম বৈদ্যনাথ বর্মন। বয়স ৬০ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের ত্রিকূলে। গতকাল রাতের বেলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল ছাড়ায়। রবিবার দুপুর একটাই বালুরঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। ওই বৃদ্ধ একসময় টাইলস মিস্ত্রির কাজ করতেন। তবে গত দু'বছর ধরে তিনি কোন কাজ করতেন না।