বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখা শুরু করেছিলেন, তখনই বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ স্লোগান শুরু করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কেন সাসপেন্ড করা হলো কেন? সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখতে শুরু করেন বিজেপি বিধায়করা।বারংবার স্পিকার তাঁকে সতর্ক করলেও শঙ্কর ঘোষ অনড় থাকেন। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে থামতে হয়। এরপরই শঙ্কর ঘোষকে সাসপেন্ড করেন স্পিকার। কিন্তু তিনি নিজের আসনেই অনড় থাকেন তিনি।