পুজোর আগে পরিবারের জন্য নতুন জামাকাপড় কেনার স্বপ্ন দেখছিলেন কয়েকজন যুবক। কিন্তু ভাগ্যের ফেরে সেই স্বপ্ন ভেঙে গেল ভগবানগোলা থানার পুলিশের জালে ধরা পড়ে। শনিবার রাতে কাশিয়াডাঙ্গা আমবাগান এলাকা থেকে পুলিশ মোট ৯ জনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ₹৭,২৫০ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় ভগবানগোলা থানার একটি টিম। তখনই ধরা পড়ে অভিযুক্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই টাকাগুলি অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছিল।