হলদিবাড়িতে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলো। চাকরিপ্রার্থী সহ এসইউসিআই দল অস্বচ্ছতার বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। পয়লা সেপ্টেম্বর আনন্দধারা প্রকল্পে সার্কেল রিসোর্স পার্সন নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয় কোচবিহারের সরকারি ওয়েবসাইটে। হলদিবাড়িতে ৬টি শূন্যপদে নিয়োগের জন্য হলদিবাড়ি বিডিওর পরিচালনায় পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় ৩২ জন। এর মধ্যে ১৬ জন প্রার্থীর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে আনন্দধারা প্রকল্পের জেলা মিশন।