ভাতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে আবেদন স্বামীহারা অসহায় জনজাতি গৃহবধূ মায়ারানী দেববর্মার।ঘটনা জগৎ কোবরা পাড়া এলাকায়। তার স্বামীর মৃত্যু হয়েছে তিন বছর হয়েছে। অত্যন্ত গরিব পরিবার। তার ছেলেও দিন হাজিরা কাজ করে। বহুবার তার জন্য কাগজপত্র জমা দেওয়ার পরেও ভাতা হয়নি তার।