আগরতলার বেশ কিছু মালিক পক্ষ গোমতী এবং দক্ষিণ জেলার বাস চালকদের বিভিন্ন সময় হয়রানি এবং ট্রাফিক পুলিশ দিয়ে তাদের ফাইন করানো হচ্ছে। তাছাড়া আগরতলার বাস চালকদের কোন ধরনের ফাইন করে না। এমনই অভিযোগে গোমতী এবং দক্ষিণ জেলার চালকরা শুক্রবার বাস চলাচল বন্ধ করে দিল রাজারবাগ মোটরস্ট্যান্ড এলাকায়।