রোহিঙ্গা ইস্যুকে হাতিয়ার করেই রাজ্যে রাজনৈতিক লড়াই আরও তীব্র করতে চাইছে বিজেপি। বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায় জানান, “বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় না এলে রোহিঙ্গা সমস্যা দেশ ও রাজ্যের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে।” কুশমন্ডি ব্লকজুড়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছেন তিনি ও তাঁর দল। দলীয় সূত্রে খবর, রায় প্রতিদিন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন।