শারদ উৎসবের প্রাগলগ্নে বেকারদের প্রতি কিছুটা হলেও সান্ত্বনার বাণী শোনা গেল মুখ্যমন্ত্রীর কন্ঠে। বললেন ,সরকার যত দ্রুত সম্ভব শূন্য পদগুলি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।এদিন প্রজ্ঞা ভবনে জিডিএমও বা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে অফার বন্টন অনুষ্ঠানে এই কথা জানান মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে মোট ২৪৪ জন জিডিএমও পদে অফার বন্টন করা হয়।