মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কাঞ্চনপুর শহরকে আবর্জনামুক্ত করার নজির গড়লেন কাঞ্চনপুর মহকুমার শাসক আইএএস ডঃ দীপক কুমার মহাশয়। শহরের বিভিন্ন সড়কে জমে থাকা আবর্জনার স্তুপ নিয়ে অভিযোগের পরই সক্রিয় ভূমিকা নেন তিনি। প্রশাসনিক তৎপরতায় সঙ্গে সঙ্গেই কর্মীদের নামিয়ে দেওয়া হয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে। ফলস্বরূপ অল্প সময়ের মধ্যেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ।