বন্যা ভুগিয়েছে আর জল নামতেই রাস্তার বেহাল দশার কারনে, দুর্ভোগের অন্ত নেই ঘাটালবাসীর।বর্ষাকাল এলেই বন্যা-আতঙ্ক। দিনের পর দিন বন্যার জল পেরিয়ে যাতায়াত। এতদিন এভাবে দিন কাটার পর নতুন সমস্যায় জেরবার ঘাটালের মানুষ। বন্যার জল কমতেই বেরিয়ে আসছে একের পর এক রাস্তার কঙ্কালসার চেহারা। ভাঙাচোরা রাস্তা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে।