কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহির মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত বহরা ভান্ডরা এলাকায় একটি ছোট ম্যাজিক গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহির। পুলিশ জানিয়েছে মৃতের নাম রেজাউল সেখ ।বাড়ি কান্দি কলাবাগান এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাজ করে বাড়ি ফিরছিলেন তখন কান্দি ডাকবাংলো রাজ্য সড়কের উপর বহরা ভান্ডরা এলাকায় একটি ম্যাজিক গাড়ি সজোরে ধাক্কা মারে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে