রবিবার সকালেই কালনার সিমলনের গুপ্তিপুর গ্রাম কেঁপে উঠল এক হৃদয়বিদারক ঘটনায়। ঘরের ভিতর থেকে উদ্ধার হলো মা ও শিশুকন্যার ঝুলন্ত দেহ। মৃতার নাম সোমা হেমরম (২৬) এবং তার পাঁচ বছরের মেয়ে সোহিনী হেমব্রম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির অন্য সদস্যরা কাজে ব্যস্ত থাকতেই এই ঘটনা ঘটে। মৃতার শাশুড়ি জানান, সকালে বাবার বাড়ি যাওয়ার কথা ছিল সোমার। এমনকি তিনি হাতে বিদ্যুতের বিল ও লোনের কিস্তির টাকাও দিয়ে গিয়েছিলেন।