রাজবাড়ীর রাজরাজেশ্বরীর আরাধোনায় ব্রতী হয়েছে অসংখ্য ভক্তবৃন্দ। মহা অষ্টমীর দিন সকালে প্রথমে খুলে যায় রাজ বাড়ির মুলদার,এরপর একে একে দর্শনার্থীরা প্রবেশ করতে থাকে রাজবাড়ীতে। রাজবাড়ির আট চালার নাট মন্দিরে দেবী রাজরাজেশ্বরীকে একবার দেখার জন্য ভিড় জমান ভক্তরা। সাবেকি আনার চিরাচরিত নিয়ম মেনে মহা অষ্টমী পূজা অর্চনা শুরু হয় রাজী বাড়িতে। প্রাচীনকালের ঝাড়বাতি এছাড়া মোমবাতির আলোতে সজ্জিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। রাজরাজেশ্বরী কৃষ্ণনগরের ঐতিহ্যের এক নাম।