লাগাতার ভাঙন চলছে পশ্চিম রতনপুর জুড়ে। বিস্তীর্ণ এলাকার গ্রামের একটা অংশ ইতিমধ্যে নিশ্চিহ্ন হয়ে গেছে। অত্যন্ত বিপদজনক পরিস্থিতি রয়েছে এলাকার। বাড়িঘর থেকে নদীপথ সবকিছুই ভাঙ্গনের তলিয়ে গেছে।পুরনো বাঁধের অংশ সর্বত্রই নিশ্চিহ্ন হয়েছে। তবে ভাঙ্গন আটকাতে জায়গায় জায়গায় মাটি ও বালি ভর্তি বস্তা ফেলে কাজ করা হলেও কোন কাজই যেন রক্ষা হচ্ছে না।প্রশাসনের আধিকারিকরা নজরদারি করলেও কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা।ভাঙ্গনে সবকিছু হারিয়ে পরিবার গুলি।