বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জ সেতু বরাবর সংযোগকারী রাস্তাতে ধ্বস নেমেছে। ওই ধ্বসের কারণে রাস্তার একাংশ বসে গিয়েছে। যার ফলে বিপাকে পড়েছে স্থানীয় পথচারীরা। মূলত, জলের তোড়ে ভেঙে পড়েছে রাস্তার একাংশ। স্থানীয় সূত্রে খবর, বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ, ঘাটপার, খাসপুর, হাটখোলা, বোয়ালদার, সৈয়দপুর সহ বিস্তীর্ণ এলাকার প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিষয়টি নিয়ে একাধিকবার পঞ্চায়েত ও প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি।