খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এক নেশার ট্যাবলেট বিক্রেতা ও সেবনকারী কে হাতেনাতে ধরলো সাদা পোশাকের পুলিশ এদিন রাত প্রায় সাড়ে দশটা নাগাদ সাদা পোশাকের পুলিশ হাতেনাতে পাকড়াও করতে সফল হয়। যানা যায় অফিসটিলা এলাকার প্রয়াত রামচরণ দেববর্মার ছেলেকে হাতেনাতে ধরে সাদা পোশাকের পুলিশ। পরবর্তীতে তাকে সুভাষপার্ক আউট পোস্টের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।