পুজোর বোনাস,12 মাসের ভাতা সহ একাধিক দাবিতে আরামবাগ SDO'র কাছে ডেপুটেশন দিলেন পশ্চিমবঙ্গ মিড ডে মিল হুগলি জেলা কমিটির কর্মীরা।বুধবার বিকালে প্রথমে তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে একটি পথ সভা করেন পরে তাঁদের দাবি লিখিত ভাবে SDO'র হাতে তুলে দেন।অভিযোগ,পুজো সামনে চলে এলেও তাঁদের বোনাস দেওয়া হচ্ছে না।সরকারি স্কুলে কাজ করলেও তাঁদের মাসে 2হাজার টাকা দেওয়া হয়।তাই 12মাসের ভাতা চালুর পাশাপাশি মাসিক 6 হাজার টাকা বেতনের দাবি জানিয়েছেন তারা।