খোয়াই ঘোষ পাড়া এলাকায় এন পি সি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের সময় মদমত্ত কয়েকজন যুবক রা এলাকার এক পরিবারের ছয়জনকে মারাত্মকভাবে জখম করে। ঘটনা গতকাল সন্ধ্যায়। আজ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গিয়েছে এন পি সি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের জন্য খোয়াই বনকর দশমিক ঘাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি।