দেগঙ্গা চট্টল সমিতির দুর্গা পূজা সহ দেগঙ্গা ব্লকের বিভিন্ন এলাকার দুর্গাপুজোর বিসর্জন হবে শুক্রবার. নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হওয়ায় এবং বারে বৃহস্পতিবার হওয়ায় এদিন কোন প্রতিমা বিসর্জন হবে না. বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দেগঙ্গা ব্লকের চট্টল সমিতির এক কর্মকর্তা বলেন তাদের প্রতিমা বিসর্জন হবে শুক্রবার. তাই বৃহস্পতিবারও প্রচুর দর্শনার্থীর ভিড় ছিল চট্রল সমিতির পুজো প্যান্ডেলে. একই দৃশ্য দেখা গেছে দেগঙ্গা বাজারের একটি পুজো প্যান্ডেলে.