রবিবার জামবনি ব্লক করম পরব কমিটির উদ্যোগে হল করম পরব। এদিন রাতে জামবনি ব্লকের গিধনিতে কয়েক হাজার মানুষের সমাগম হয় এই করম পরবে। করম পরব উপলক্ষে মেতে ওঠেন এলাকার ৮-৮০ । বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গিধনিতে হয় করম পরব। প্রাচীন রীতি রেওয়াজ অনুযায়ী পালিত হয় করম পরব।