সীমান্তে মা ছিন্নমস্তার দর্শনে গিয়েছিলেন, ফিরে দেখেন ঘর লুট: সাহেবগঞ্জে দুঃসাহসিক চুরির ঘটনায় বিডিও অফিসপাড়ায় তোলপাড়। শুক্রবার রাত ৯টা নাগাদ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া জানান বাড়ির মালিক।মা ছিন্নমস্তার দর্শনে যাওয়ার সুযোগে নিজের বাড়ি লুট হয়ে গেল এক পরিবারের। সাহেবগঞ্জ বিডিও অফিসের কাছে এক বাসভবনে ঘটলো এই মর্মান্তিক ও দুঃসাহসিক চুরির ঘটনা। চোরেরা নগদ কয়েক লক্ষ টাকা এবং মূল্যবান সোনার গয়না লুট করে নিয়ে যায়।বাড়ির মালিক স্বপ্না রানী দে সরকার জানান