করম একাদশীর পরের দিন ইন্দ্র দ্বাদশীতে ইন্দ্রদেবের পূজা উপলক্ষে বিভিন্ন স্থানের সঙ্গে সঙ্গে চিতড়া গ্রামেও আয়োজিত হলো ইন্দ্রদেবের পূজা এবং ইন্দ্র দণ্ডের উত্তোলন। এই দন্ড উত্তোলন দেখতে এলাকার বহু মানুষ ভিড় জমালো এ দিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত। গ্রামীণ মেলাকে ঘিরে বসে ছিল বাজারও।