Download Now Banner

This browser does not support the video element.

কোচবিহার ২: বনদপ্তর এর উদ্যোগে FPC বৈঠক অনুষ্ঠিত হলো কোচবিহার 2 নং ব্লকের রসমতি ফরেস্ট সংলগ্ন বাসদহ নতিবাড়িতে

Cooch Behar 2, Cooch Behar | May 31, 2025
ফরেস্ট প্রটেকশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো রসোমতি জঙ্গল সংলগ্ন বাসদহ নতিবাড়ী এলাকায়। এদিন বনদপ্তরের পক্ষ থেকে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার 2 নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তুলসী সরকার সহ বনদপ্তর এর আধিকারিক ও কর্মী এবং এই কমিটির কর্মীরা। মূলত কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত বাসদহ নতিবাড়ি এলাকা বৃহসম্মতি ফরেস্ট ঘেসা রয়েছে। তাই যেকোনো সময়ে এই এলাকায় বন্যপ্রাণী প্রবেশের আশঙ্কা থাকে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
Read More News
T & CPrivacy PolicyContact Us