ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের উদ্যোগে বুধবার দুপুরে সাঁকরাইল ব্লকের রোহিনীতে করম পরব পালিত হয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিয়ম মেনে পূজার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে ঢোল ও মাদল বাজিয়ে আনন্দের পরিবেশ তৈরি হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাত নিজেই মাদল বাজিয়ে সবাইকে উৎসাহিত করেন।