লুকসানের বাসিন্দা মিংমা তামাং মর্যাদাপূর্ণ NEET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।। তার এই অসাধারণ কৃতিত্বের জন্য, শনিবার বিকেল পাচটা নাগাদ তৃণমূলের নাগরাকাটা ব্লক কার্যালয়ে মিংমা তামাং কে সম্বর্ধনা দেওয়া হল দলের পক্ষ থেকে। সংবর্ধনা অনুষ্ঠানে, তৃণমূল ব্লক সভাপতি প্রেম ছেত্রী মিংমা তামাংকে একটি খাদা, মালা, ফুল, মিষ্টি এবং একটি স্মারক উপহার দিয়ে সম্মানিত করেন। এর পাশাপাশি, মিংমার বাবা-মাকেও তাদের কঠোর পরিশ্রম এর জন্য সম্মানিত করা হয়।