চঞ্চল বক্সীর স্মরণসভা অনুষ্ঠিত হল আউশগ্রামের দেবশালায়। রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ এই স্মরণসভায় উপস্থিত ছিলেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন, প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি রামকৃষ্ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, যুবনেতা সঞ্জু সহ অনান্যরা। প্রসঙ্গত, বছর চারেক আগে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হন তৃণমূলের প্রাক্তন যুবনেতা চঞ্চল বক্সী। আজকের দিনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানের অতিথিরা।