Barasat 1, North Twenty Four Parganas | Sep 3, 2025
মধ্যমগ্রামে গেসের ডিলার ও ডেলিভারি বয় কে আটকে রেখে বিক্ষোভ এলাকাবাসীর অভিযোগ গ্যাস ডেলিভারি দেওয়ার পরে প্রতিনিয়ত গ্যাস কম পাচ্ছে গ্রাহকরা, আজ যখন গ্যাসের ডেলিভারি বয় গ্যাস দিতে আসে সেই সময় গ্যাস সিলিন্ডার মাপলে দেখা যায় দেড় কেজি গ্যাস কম আছে এরপরই স্থানীয় মানুষেরা সেই গ্যাস ডেলিভারি বয়কে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে।। পাশাপাশি আরও অভিযোগ চড়া দামে গ্যাসের পাইপ কিনতে হবে না হলে গ্যাস ডেলিভারি বন্ধ করে দেওয়া হবে। এই অভিযোগ তুলে আজ দুপুর