গন্তব্যে যাওয়ার সময় টোটোর সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হল এক বাইক চালক যুবক । আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া রাঁচি রোডে মফস্বল থানার লাগদা চার মাইল মোড়ের কাছে । স্থানীয় সিভিক ভলেন্টিয়ার্স এবং মানুষের সহায়তায় গুরুতর আহত ওই যুবককে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । আহত ব্যক্তির বাড়ি জয়পুর থানা এলাকায় ।