তিন দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার তার বাড়ির পেছন থেকে। নেপথ্যে ত্রিকোণ প্রেম উঠছে প্রশ্ন? মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল(২৩)। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকার বাসিন্দা। মৃতের পরিবার ব্যাপক ভাঙচুর চালালো প্রেমিকার এক আত্মীয়র অমরাবতীর ডিফেন্স কলোনির বাড়িতে রবিবার সকাল সাড়ে দশটায়। নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে এলো ঘটনাস্থলে, নামানো হলো কমব্যাট ফোর্স। মৃত যুবকের দিদি রিমা বার্নওয়ালের অভিযোগ,"আমার ভাই তিন দিন ধরে