বিধানসভা থেকে ফের সাসপেন্ড করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মার্শাল ডাকা হয় তাঁকে বের করে দেওয়ার জন্য। এরপরই ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিধানসভার গেটে রীতিমতো ফুঁসে উঠলেন বিরোধী দলনেতা। মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন ব্রাত্য বসু ভারতীয় সেনাকে অপমান করেছেন। ভারতীয় সেনার অপমান মানছি না, মানবো না।