লেভেল ক্রসিংয়ের গেটের লক ফেইলইওরে বীরপাড়ায় রবিবার দীর্ঘক্ষণ যানজট হল। সেই যানজটে আটকে রইল দুটি অ্যাম্বুলেন্স। স্বাভাবিকভাবেই বীরপাড়ার লেভেল ক্রসিংয়ের জায়গায় আরওবি তৈরির বিষয়টি নিয়ে ফের প্রশ্ন তুললেন ভুক্তভোগীরা। এদিন বিকেলবেলা লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করেন রেলকর্মীরা। কিন্তু লোক ফেইলইওর হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় লাগে স্বয়ংক্রিয় গেটটি মেরামত করতে। ততক্ষণে লেভেল ক্রসিংয়ের দুদিকে শয়ে শয়ে গাড়ি এবং টোটোরিকশা আটকা পড়ে। স্বাভাবিকভাবেই প্রায় এ