বারবিশা হাইস্কুলে পানীয় জলের সুব্যবস্থা নেই। এতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই পরিস্থিতিতে স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কেনা জল খাওয়াচ্ছে। স্কুলের তরফে জলের জার কিনে রাখা হচ্ছে। সেখান থেকে পানীয় জল সংগ্রহ করছে ছাত্রছাত্রীরা। শনিবার এমনটাই লক্ষ্য করা গেল। বিগত দু'বছর ধরে বারবিশা হাইস্কুলে পানীয় জলের সমস্যা চলছে। প্রতি বছর স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে। বর্তমানে স্কুলে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী রয়েছে।