আর কয়েকদিন পরেই অন্যান্য জায়গার পাশাপাশি বীরভূমের রাজনগরেও বাঙ্গালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব পালিত হবে। এই দুর্গোৎসব পালনকালে এলাকায় যাতে কোন রকম শান্তি বিঘ্নিত না হয় এবং সকলে যাতে সম্প্রীতির সাথে দুর্গোৎসব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজনগরে প্রশাসনিক বৈঠক আয়োজিত হল। এলাকার দুর্গাপূজা কমিটির কর্মকর্তা ও বিশিষ্টজনদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা।