কুলটির সাকতোড়িয়া ECL এর মুখ্য কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এন্ড অফিসিয়ালস এসোসিয়েসানের আজ দুপুর ১টা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত সাকতোড়িয়া Ecl এর মুখ্য কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন কর্মসূচি করা হলো যেখানে ecl এর গত ৪বছর থেকে কোন নিযুক্তি প্রক্রিয়া করা হয় নি সহ একাধিক দাবি নিয়ে এই কর্মসূচি করা হলো