কালচিনি ব্লক উত্তর লতাবাড়ি যৌথ বনসুরক্ষা কমিটির তরফে সোমবার প্রায় আড়াই হাজার ফল ও ছায়া প্রদানকারী গাছ বিতরণ করা হয়। এদিন বিশ্বনাথ পাড়া ও পূর্ব সাতালির পাঁচশো জন বাসিন্দাদের এই গাছ বিতরণ করা হয়। যেখানে কুল, লেবুর মতো কাটা জাতীয় ফলের গাছও ছিল। যা হাতির হানা থেকে ফসল বাঁচাতে একপ্রকার ঢাল হিসেবেও কৃষকেরা ব্যবহার করতে পারবেন বলে এদিন বিকেল পাঁচটা নাগাদ যৌথ বনসুরক্ষা কমিটির তরফে জানানো হয়। উক্ত এই কর্মসূচিতে পানা রেঞ্জের রেঞ্জ অফিসার সহ অন্যান্যরা।