বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল লালঝামেলা বস্তী প্রাথমিক স্কুল। এঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রেই জানা গিয়েছে ওই রাতে অন্তত ২৫ টি হাতির একটি পাল লালঝামেলা বস্তীতে ঢোকে। গ্রামের একমাত্র সরকারী প্রাথমিক স্কুলে ঢুকে অফিস ঘরের বারান্দার গ্রীল ভেঙে দেয়। ক্ষতিগ্রস্ত করে দেওয়ালের একাংশও। এরপর পড়ুয়াদের মি়ড ডে মিল এর খাবার ঘরে গিয়েও হামলা চালায় হাতির দল ।এদিন বিকেল চারটা নাগাদ ডায়না রেঞ্জের বনকর্মিরা ক্ষতিগ্রস্ত স্কুলঘরটি পরিদর্শন করে যায়।