প্রায় ৮ ফুট লম্বা ময়াল সাপ ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার হল সিমলাপালে। আজ আনুমানিক দুপুর ২টো নাগাদ সিমলাপালের লক্ষ্মীসাগরের গান্ধী আশ্রম মাঠের উল্টো দিকের এক ব্যক্তির বাড়ি থেকে ওই ময়াল সাপ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বাড়ির পাশে সাপটি দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর দেওয়া হয় সিমলাপাল বন দফতরে। বন দফতরের কর্মীরা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর জানায়, সাপটি প্রায় আট ফুট লম্বা ও প্রায় ১৫কেজি ওজনের ছিল।