কথায় বলে চুরি বিদ্যা মহা বিদ্যা যদিনা পড়ে ধরা। আর সেই চুরি বিদ্যাই প্রয়োগ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেলেন এক মহিলা। যদিও চুরি যাওয়া গহনা ফেরত পেয়ে মানবিকতার জন্য ওই মহিলাকে দোকান কতৃপক্ষ ছেড়ে দিলেও সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে চুরির সময়ের ঘটনা। সূত্রের খবর, বুধবার গণেশ চতুর্থীর দিনে তাহেরপুর বড় বাজার এলাকার একটি গহনার দোকানে জনৈক এক মহিলা গহনা কিনতে আসে। তার সাথে একটি ছোট শিশুও ছিল। অভিযোগ, বিভিন্ন গহনা দেখার সময় দুটি আংটি সরিয়ে ফেলে।