Barasat 1, North Twenty Four Parganas | Sep 1, 2025
বারাসাতে দোলতলা পুলিশ লাইনে পালন করা হলো পুলিশ দিবস, উপস্থিত পুলিশ সুপার পুলিশের ভূমিকা কে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রতি বছর পহেলা সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনটি পুলিশ দিবস হিসেবে পালন করবে রাজ্য সরকার। সেই মতন আজ বিকেল ৪:৩০ নাগাদ বারাসাতে দোলতলা পুলিশ লাইনে একটি র্যালির মাধ্যমে পালন করা হলো পুলিশ দিবস। উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, SDPO বারাসাত, বারাসাত ও মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারি