ভাতারের নর্যা এলাকায় দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা bluro max গাড়ির। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। রবিবার 1:30 মিনিটে এক ব্যক্তি জানালেন ঘটনায় গুরুতর আহত ২। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নর্জা এলাকায় আজ অর্থাৎ রবিবার বর্ধমান কাটোয়া রাস্তার উপর দাঁড়িয়ে ছিল একটি লরি । বর্ধমান থেকে একটি বোলোরো ম্যাক্স গাড়ি নতুনহাট অভিমুখে যাচ্ছিল।সেই সময় এই দুর্ঘটনা হয়।