সোনাঝুড়ি এলাকায় দীর্ঘ দিন ধরে বনদফতরের জমি দখল নিয়ে অভিযান উঠছিল। এদিন শুক্রবার অবশেষে সেই জমির পুনরুদ্ধরে নামলো বনদফতর।বনদফতরের আধিকারিকরা সোনাঝুড়ি এলাকায় গিয়ে যেসব বহুতল বাড়ি বনদফতরের জায়গা দখল করে আছে বলে অভিযোগ তাদের সঠিক জমির মাপযোগ তারা ক্ষতিয়ে দেখেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দ্রুত এই দখল দাড়িদ্দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনায় এলাকার মানুষদের চাঞ্চল্য ছড়িয়েছে।