নিজের তিন মাসের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে। আটক বাবা।রাহুল মাহাতোর বাড়ি ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগরে।প্রিয়াঙ্কা কুমারীর মেয়ে হওয়ার পর থেকেই ছেলের বাড়ি নাকি অত্যাচার চালাতো। যে ছেলে হয়নি মেয়ে হয়েছে । এমনকি মেয়ের বাড়ির লোকের অভিযোগ বাচ্চা মেয়েটাকে ছুঁয়েও পর্যন্ত বাড়ির লোক দেখত না। অভিযোগ আজ ভোররাতে কন্যা সন্তানকে শাসনত করে খুন করা হয়েছে। আজ সকালে শিশুটিকে অনুরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ।