টাঙ্গন নদীতে নদী পারাপারের নৌকার ডাক নেওয়া মালিকের ব্যবহারে ক্ষুব্ধ একাংশ এলাকাবাসী। গাজোল ব্লকের চাকনগর অঞ্চলের ডোবাখোকশন টাঙ্গন নদীর ঘাটে সরকারি ফেরিঘাট ইজারাদার ডাক নিয়েছিলেন আনন্দ রাম তার বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ জানিয়ে গাজোল বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করে এলাকাবাসী। এলাকাবাসীরা জানান যে তাদের কাছ থেকে অতিরিক্ত ফেরিঘাটে ভাড়া নেওয়া হচ্ছে। যেতে ১০ টাকা আসতে ১০ টাকা। এক বছর আগেই তিনি ডাক নিয়েছেন। তার আগে যিনি ডুবা খোকসন নদীর ঘাট টি ডাক নিয়