পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ হরকুলি গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্রে এক মহিলা কর্মী ঝাড়ু দিচ্ছিলেন হঠাৎই আওয়াজ শুরু হয় তারপরে স্বাস্থ্যকেন্দ্রে একতলা দোতলা কালো ধোঁয়া ঢেকে যায় |দাও দাও করে জ্বলতে থাকে আগুন স্থানীয় এক বিদ্যুৎ এর কাজ জানা যুবকের প্রচেষ্টায় ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে |খবর পেয়ে আসেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও ময়না থানার পুলিশ |ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবদাস দাসের নির্দেশে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে |