পানাগড়ে ক্যানেলের জলে তলীয় গেল এক মাঝ বয়সী যুবক । যদিও সে অন্ধ ছিল বলে জানা গেছে স্থানীয় সূত্রে । তলিয়ে যাওয়া যুবকের নাম রবীন্দ্র গুপ্তা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলায় পানাগড় বাজারের ডিভিসির বড় ক্যানলে , ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সকাল থেকেই তার তল্লাশি চালাচ্ছে স্থানীয়রা । এরপর আসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিভিল ডিফেন্সের একটি টিম । বেশ কয়েক ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার