দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলের আলিপারা গ্রামে বেহাল রাস্তা মানুষের সমস্যা, সেই বেহাল রাস্তার কাজ করার আশ্বাস দিলেন কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ তথা কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার। পথ শ্রী প্রকল্পের মাধ্যমে আলিপাড়া গ্রামের বেহাল রাস্তার কাজ হবে বলে তিনি জানালেন।