This browser does not support the video element.
ইংরেজবাজার: খুঁটি পূজার মধ্যে দিয়ে দুর্গা পূজোর প্রস্তুতি শুরু করলো রিফুজি পাড়ার মহিলারা
English Bazar, Maldah | Aug 29, 2025
এবার পুজোর ঢাকে কাঠি পড়ল মালদার ইংরেজবাজার ব্লকের কোতুয়ালির শাহজালালপুর রিফুজিপাড়ায়। স্থানীয় মহিলা সংঘের সদস্যরা শুক্রবার খুঁটিপুজোর মাধ্যমে শুরু করলেন পুজো প্রস্তুতি। এদিন ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো মন্ডপ প্রাঙ্গণে খুঁটিপুজোর আয়োজন করা হয়। খুঁটিপুজোয় ব্রতী হন ক্লাবের মহিলা পুজো উদ্যোক্তারা। তারা জানান, এবছর তাদের তৃতীয় বর্ষের পুজো। সেই পুজোরই আজ থেকে প্রস্তুতি শুরু করলেন খুঁটিপুজোর মাধ্যমে।