চালসায় শ্রমিকদের নিয়ে একটি সচেতনতা মূলক শিবিরের আয়োজন করল মালবাজার সাব ডিভিশন রিওজিনাল লেবার অফিস। এদিন শ্রমিকদের সচেতনতার পাশাপাশি নথিভুক্তকরণের প্রক্রিয়াও শুরু করা হয়।শিবিরে পরিবহন কর্মীদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি পরিষেবা ও সুবিধার দিক তুলে ধরেন কর্মকর্তারা। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার ডেপুটি লেবার কমিশনার শুভাগত গুপ্ত এবং মালবাজারের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শুভ্রজ্যোতি সরকার।